দূরের নৌকা চলনবিলের একটি সাধারণ গ্রাম ঘাটে বাঁধা নৌকা পাশেই সনাতন (traditional) শৌচাগার বর্ষায় চলনবিলের সবচেয়ে দুর্লভ স্থান হচ্ছে জেগে থাকা গোরস্থান এমন ভাসমান ও ভ্রাম্যমাণ দোকানের (মুদিখানা) দেখা মেলে এই বিলে ফেলার অপেক্ষায় খলশুন বিলের মাঝে নির্মাণাধীন স্কুলঘর কাম আশ্রয়কেন্দ্র চলনবিলের একটি সাধারণ গ্রাম মাচায় সবজিচাষ ও হাঁস পালন চলনবিলের সাধারণ চর্চা হাঁসের দলবেঁধে বিশ্রাম নেয়া চলনবিলের একটি সাধারণ দৃশ্য চলনবিলের শিশুরাও নৌকা চালনায় কম পারদর্শী নয় মাছের অপেক্ষায় পেতে রাখা খরাজাল মাছের আশায় পেতে রাখা খরাজাল তুলছে এক জেলে চলনবিলের মেঘলা আকাশ দিনের শেষে চলনবিলের পানিতে সূর্যের কিরণের প্রতিফলিত সৌন্দর্য চলনবিলে মেঘলা আকাশের দেখা মিলবে বর্ষার প্রতিদিনই মাছ ধরা শেষ বিকেলে জাল ফেলতে চলেছে জেলেরা শান্ত ও স্নিগ্ধ বিকেলের চলনবিল বিকেলের চলনবিল (পাশের কোন গ্রামের পথে চলনবিলবাসী) শান্ত ও স্নিগ্ধ শেষ বিকেলের চলনবিল শেষ বিকেলের চলনবিল (মাছ ধরা চলে তখনও) শেষ বিকেলের চলনবিল পড়ন্ত বেলার চলনবিল শেষ বিকেলের চলনবিল Visited 1,417 times, 2 visits today | Have any fisheries relevant question? You may also like Visitors' OpinionsContributor: এবিএম মহসিনবিডিফিশের লেখক এবিএম মহসিন ফিশারিজ বিষয়ে নিয়মিত লিখেন বিডিফিশ বাংলায়। এছাড়াও মাঝে মাঝে লিখেন BdFISH Feature এ। এছাড়া ছবি তোলাতেও তার নেশা রয়েছে যা প্রকাশিত হয় বিডিফিশ গ্যালারিতে। S/He contributed 10 entry/ies. Vew all. Leave a Reply Cancel replyYou must be logged in to post a comment.