
তীব্র ঢেউ আর স্রোতে বৈদ্যুতিক খুঁটিতে সহজেই নোঙ্গর করে মাছ ধরার নৌকা

চলনবিলে মাছ ধরার প্রধান যান নৌকা

চলনবিলের একটি নৌকা ঘাট

বাঁশের সাঁকো এখানকার পাড়াগুলোর মাঝে যোগাযোগের অন্যতম মাধ্যম

দেরিতে হলেও চলছে নৌকা নির্মাণের কাজ

চলনবিলের গ্রামে গ্রামে চলে মাচায় সবজি চাষ

সেচযন্ত্রচালিত নৌকাই চলনবিলের প্রধান যোগাযোগ বাহন

বানা, জাল, খলশুন ইত্যাদি ব্যবস্থাপনায় দায়িত্বপ্রাপ্তদের বিশ্রামের জন্য রয়েছে এমনই মাচাঘর

বানা ও খলশুন চলনবিলের মাছ ধরার অন্যতম উপকরণ

চলনবিলের পাশেই চোখে পড়বে সবুজের প্রান্তর

ঘাটে বাঁধা নৌকা চলনবিলের প্রতিটি বাড়ির একটি সাধারণ দৃশ্য

চলন বিলের মাঝে দেখা মেলে মাজারেরও

ছোট নৌকাই চলনবিলে অল্প দূরত্বের যোগাযোগের প্রধান বাহন

চলনবিলের হাট-বাজারে দেখা মিলবে এমনই মিষ্টি

চলনবিলের হাট-বাজারে দেখা মিলবে এমনই চানাচুর ভাজা